ব্যাংক লুট
বাইরে পাখিদের কিচিরমিচির আর রৌদ্রোজ্জ্বল একটি সুন্দর শুক্রবার সকাল। উষ্ণ আলো এসে প্রবেশ করেছে স্বনামধন্য ব্যবসায়ী রাহুলের আরামদায়ক বসার ঘরে। কিন্তু রাহুলের সেদিকে নজর নেই। তাঁর চোখ রান্নাঘরের খাবার টেবিলে থাকা খোলা ল্যাপটপের উপর। তাঁর চোখে-মুখে আতঙ্কের ছাপ। বিশ্বাসে তার চোখ প্রশস্ত হয়ে উঠল, তার কপালের রেখাগুলো প্রতিটা সেকেন্ডের সাথে আরও গভীর হয়ে উঠছে। তার…